Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসাম থেকে তাড়ানো বাঙালিদের আশ্রয় দেব -মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৮, ৭:০৬ পিএম

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘আত্মমর্যাদা আর অধিকার রক্ষার লড়াইয়ে নামা ভাইবোনদের উপর অত্যাচার হলে, আর কেউ না থাকলেও, বাংলা পাশে আছে। আসামে বাঙালি হটাও অভিযান শুরু করেছে বিজেপি। আত্মহত্যা করছেন অনেকে। আসাম থেকে বিজেপি যাদের তাড়াবে, তাদের আশ্রয় দেবে বাংলা।’ খবর আনন্দবাজার পত্রিকা।
মঙ্গলবার কুচবিহারের রাসমেলা মাঠে এক জনসভায় বক্তৃতায় আসামের বাঙালিদের আশ্বস্ত করে এমন মন্তব্য করেন মমতা। ভারতের আসামের নাগরিক তালিকা থেকে বাদ দেয়া হয়েছে প্রায় ৪০ লাখ বাঙালিকে। এটিকে ক্ষমতাসিন দল বিজেপির বাঙালি হটাও অভিযান উল্লেখ করেন তিনি।
শুধু আসাম নয়, গুজরাত থেকে বিহারিদের উচ্ছেদের যে প্রক্রিয়া চলছে তার সমালোচনা করে মমতা ব্যানার্জি বলেন, গুজরাটে বিহারি খেদাও চলছে। আমরা এসব করি না। মুখে অখÐ দেশের বুলি আওড়াব, আর ভেদাভেদ চালিয়ে যাব, দুটো একসঙ্গে হয় না। আসাম থেকেই হোক কিংবা গুজরাট, বিজেপি যাকেই তাড়াবে, তার পাশেই দাঁড়াবে বাংলা।
আসামে নাগরিক তালিকার তৈরির নামে প্রায় চল্লিশ লাখ বাঙালির নাম বাদ দেয়া হয়েছে। যাদের মধ্যে সরকারি চাকরিজীবি থেকে শুরু করে দেশটির সাবেক রাষ্ট্রপতির পরিবারও রয়েছে। শুরু থেকেই এ ঘটনার সমালোচনা করে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার কুচবিহারের জনসভায়ও সেকথা তিনি স্পষ্ট করে দিলেন।



 

Show all comments
  • মাহবুব ৩১ অক্টোবর, ২০১৮, ১১:৫৯ পিএম says : 0
    আপনাকেভালবাসি ,দলিত,নিপীড়িত,সংখ্যালগু মানবের আশ্রয় ও কন্ঠস্বর হিসাবে ।
    Total Reply(1) Reply
    • ১ নভেম্বর, ২০১৮, ৮:২৯ এএম says : 4

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মমতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ