Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশেষ শিশুদের মধ্যে সহায়ক সামগ্রী বিতরণ

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াসের পৃষ্ঠপোষক দিলশাদ নাহার আজিজ গতকাল মঙ্গলবার রাজশাহী সেনানিবাসে প্রয়াস রাজশাহীর বিশেষ শিশুদের মাঝে বিভিন্ন প্রকার সহায়ক সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে জার্মানীর তৈরি প্রবণ যন্ত্র, হুইল চেয়ার ও কৃত্রিম পা । এ সময় প্রয়াস, রাজশাহীর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত শিশু কিশোরদের কল্যাণার্থে ১৫ জুন ২০০৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সেনা সহায়ক স্কুল স্থাপিত হয়। পরবর্তীতে ২০১০ সালের ২ এপ্রিল সেনা সহায়ক স্কুল নাম পরিবর্তন করে প্রয়াস নামকরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিতরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ