Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহাখালী বাস টার্মিনাল স্থানান্তর

| প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

রাজধানীর ব্যস্ততম এলাকা মহাখালীর বাস টার্মিনালটি যানজট ও জনদুর্ভোগের কারণে বর্তমান অবস্থান থেকে অন্যত্র সরানো হোক। শুধু রোজা ও কোরবানির ঈদের আগে-পরে নয়, প্রতিদিন দিন-রাত টার্মিনালের ভেতরে নয়, রাস্তার ওপর শত শত বাস যত্রতত্রভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রাস্তাকে তারা বাসের গ্যারেজ হিসেবে ব্যবহার করছে, দেখার কেউ নেই। এ ক্ষেত্রে পুলিশের অবহেলা সত্যিই দুঃখজনক। নগরীর ব্যস্ততম রাস্তার ওপর অবস্থিত মহাখালীর বাসস্ট্যান্ডটি একেবারে বেমানান। এ ধরনের গুরুত্বপূর্ণ সড়কের ওপর টার্মিনালটি যানবাহন, যাত্রী, পথচারী ও এলাকাবাসীকে দীর্ঘদিন ভীষণ কষ্ট ও দুর্ভোগ দিয়ে আসছে। বিষয়টি ভেবে দেখার জন্য সংশ্নিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি।
মাহবুবউদ্দিন চৌধুরী
ফরিদাবাদ, গেণ্ডারিয়া, ঢাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন