Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিত ১৬২, উইন্ডিজ ১৫৩

স্পের্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

রোহিত শর্মার কাছেই ৯ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। মুম্বাইয়ে গতকাল ৫ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে ভারতের করা ৫ উইকেটে ৩৭৭ রানের জবাবে ৩৬.২ ওভারে ১৫৩ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। ২২৪ রানের জয়টি টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় জয়। আর সব মিলে তৃতীয় বৃহত্তম। স্বাগতিক ইনিংসে ২০ চার ও চার ছক্কায় রোহিতের ১৩৭ বলে ১৬২ রানের পাশাপাশি ৮১ বলে ১০০ রান করেন আম্বাতি রাইডু। তৃতীয় উইকেটে তারা গড়েন ২১১ রানের জুটি। প্রথম তিন ওয়ানডেতেই শতক হাঁকানো বিরাট কোহলি এবার আউট হন ১৬ রান করে। জবাবে ৭৭ রানে ৭ উইকেট হারানো ক্যারিবীয়রা একশ পার করে অধিনায়ক জেসন হোল্ডারের ব্যাটে। শেষ পর্যন্ত ৭০ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন হোল্ডার। কোহলির দলের হয়ে তিনটি করে উইকেট নেন খলিল আহমেদ ও কুলদিপ যাদব। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিত

৩০ অক্টোবর, ২০১৮
২৩ ফেব্রুয়ারি, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ