Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দলীয় নেতৃত্ব ছাড়ছেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

দলীয় চেয়ারম্যান পদের নির্বাচনে আর লড়বেন না জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। আগামী ডিসেম্বরে এ নির্বাচন হবার কথা রয়েছে। তার দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নকে বিষয়টি জানিয়ে দিয়েছেন তিনি। একটি প্রাদেশিক নির্বাচনের ফলাফলে তার নেতৃত্বাধীন জোটের হতাশাজনক ফল প্রকাশ হওয়ার পর এ সিদ্ধান্ত নিলেন মেরকেল।

২০০০ সাল থেকে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের চেয়ারম্যান তিনি। মেরকেলই সবচেয়ে বেশি সময় দলটির প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। আর চ্যান্সেলর হিসেবে মেরকেল জার্মানিকে নেতৃত্ব দিচ্ছেন ২০০৫ সাল থেকে। দলীয় নেতারা জানিয়েছেন, হেজ প্রদেশের নির্বাচনে ক্ষমতাসীন জোট সরকারের দুই দলই ১০ ভাগ করে ভোট খুইয়েছে। এরপর একাধিকবার দলীয় প্রধানের পদে আর লড়বেন না বলেন জানান মেরকেল। তবে চ্যান্সেলরের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছে নেই বলে জানিয়েছেন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক দলের নেতারা। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ