Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কে সর্বনাশ

পরিবহন ধর্মঘটে উত্তরাঞ্চলে আটকা হাজার হাজার যানবাহন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

শ্রমিক ধর্মঘটে উত্তরাঞ্চলে বিভিন্ন মহাসড়কে গত দু’দিন ধরে আটকা পড়েছ হাজার হাজার যানবাহন। এতে মহাবিপাকে পড়েছে কাঁচা সবজি, দুধের গাড়ী সহ বিভিন্ন ধরনের মালবাহী যানবাহনগুলো। ধর্মঘটে এসব বাহনের সবজি পঁচে যাওয়াসহ ও মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। এতে চরম ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা ও মালামাল পরিবহনকারীরা।

শ্রমিক ধর্মঘটে উত্তরাঞ্চলের বিভিন্ন মহাসড়কে আটকা পড়েছে হাজার হাজার যানবাহন। গত দুইদিন ধরে ঢাকা-হাটিকুমরুল, বগুড়া-ঢাকা মহাসড়ক, বগুড়া-নগরবাড়ী মহাসড়ক, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এমন চিত্র। পরিবহন শ্রমিকদের বাধার মুখে রাতে চলাচলকারী এসব যানবাহন আটকা পড়েছে। ঢাকা সহ বিভিন্ন গন্তব্যগামী সবজিবাহী দুধের গাড়ি, মাছের ট্রাক সহ বিভিন্ন মালবাহী ট্রাক আটকা পড়ায় চরম ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

গতকাল সোমবার বিকেল তিনটার দিকে গিয়ে দেখা যায়, ঢাকা-হাটিকুমরুল মহাসড়কের কড্ডার মোড় থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত প্রায় ১২ কি.মি রাস্তায় হাজার হাজার মালবাহী ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি। এই মহাসড়কের নলকা গ্যাস অফিসের পাশে মহাসড়কের উপর সিলিন্ডার গ্যাসের চুলায় রান্না করছিল কয়েকজন শ্রমিক। কথা হলে মিজানুর ও শফিকুল ইসলাম নামে দুজন শ্রমিক জানায়, গত রোববার রাত ১০টার দিকে ঢাকা থেকে রওনা হয়ে উক্ত স্থানে মধ্যরাতে শ্রমিকদের বাধার মুখে আটকা পড়েছে তারা। ঢাকা থেকে পাবনায় গভীর নলকূপের পাইলিংয়ের কাজে ট্রাকে মালামাল নিয়ে যাচ্ছিল তারা। আটকা পড়ার পর তারা বাধ্য হয়ে রাস্তার পাশ থেকে সিলিন্ডার গ্যাস, চুলা কিনে মহাসড়কের উপর রান্না করছিল তারা।

গতকাল বিকেল সাড়ে চারটার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের চড়িয়া নামক স্থানে মাহসড়কের উপর ৩টি ট্রাকের সবজি নামিয়ে বগুড়ার কয়েকজন ব্যবসায়ী কান্নাকাটি করছিল। কথা হলে বগুড়ার ভবানীপুর এলাকার ব্যবসায়ী হায়াত আলী,দুদু মিয়া,সাজেদুল,আবু সাইদ,আইনুল হক,হালিম মিয়া জানান, তারা ৭ লাখ টাকায় বগুড়া থেকে ৩ ট্রাকে বেগুন, বরবটি ও কাঁচামরিচ, ফুলকপি সহ বিভিন্ন সবজি কিনে ঢাকার কাওরান বাজারে নিয়ে যাচ্ছিল। রোববার রাত ১০ টার দিকে ট্রাকগুলো নিয়ে তারা সিরাজগঞ্জের হাটিকুমরুলের চড়িয়ায় শ্রমিকদের বাধায় আটকা পড়েছে। তারা জানায়, শ্রমিকদের হাতে পায়ে ধরেও কান্নাকাটি করেও ট্রাকগুলো নিয়ে ঢাকায় যেতে পারেনি। এসময় শ্রমিকরা তাদের বেদম মারপিট করে ট্রাকগুলো আটকে দেয়। তাই বাধ্য হয়ে ট্রাকের সবজিগুলো পঁচার হাত থেকে রক্ষা করতে মহাসড়কের উপর নামিয়ে রেখে হা হুতাশ করছে। তারা জানায়, অর্ধেকের বেশি সবজিতে পচন ধরেছে। রাতের মধ্যে সবজিগুলো ঢাকায় নিয়ে যেতে না পারলে তাদের পুরো সবজি পঁচে যাবে। এতে তারা চরম ক্ষতিগ্রস্থ হবে।

গতকাল দিনভর এসব ব্যবসায়ীদের মত উত্তরাঞ্চলের বিভিন্ন মহাসড়ক ঘুরে দেখে যায়, শত শত কাঁচা সবজিবাহী ট্রাক সহ সারিবদ্ধ হাজার হাজার মালবাহী যানবাহনকে আটকা থাকতে দেখা যায়। প্রতিটি মহাসড়কে আটকা পড়া হাজার হাজার যানবাহনের দীর্ঘ সারি। এসব বাহনের চালক ও সহকারীরা রাস্তায় বসে অলস সময় পার করছে।
উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট মো.শহিদ জানান, শ্রমিকদের বাধার মুখে একটি গাড়িও পার হতে পারছে না। ভিআইপি সহ কিছু প্রাইভেট কার তারা পার করতে পেরেছেন। তিনি বলেণ,শিশু খাদ্য দুধের গাড়ি,মাছের গাড়ি,সবজি গাড়িগুলো আটকা পড়ায় এসব বাহনের মালামাল বহনকারীরা চরম ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিবহন ধর্মঘট

১৫ সেপ্টেম্বর, ২০২২
৭ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ