বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পরিবহন ধর্মঘটের কারণে গতকাল সকাল থেকে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল বন্দরে মালামাল খালাস প্রক্রিয়া বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরে ভারতীয় ট্রাক থেকে পণ্য আনলোড করে বন্দর শেডে রাখার কাজ চলছে। আমদানি বাণিজ্য স্বাভাবিক হলেও বাংলাদেশে থেকে কোন পণ্য বোঝাই ট্রাক ভারতে রফতানি হয়নি।
ভারত থেকে আসা শত শত পাসপোর্ট যাত্রী আটকা পড়েছে বেনাপোল চেকপোস্টে। দূর্ভোগের শিকার হচ্ছে নারী শিশুসহ বৃদ্ধ রোগী যাত্রীরা। অনেকেই আবার বিকল্প ব্যবস্থায় ভ্যান, রিকশা, ট্যাম্পু ও রেলে করে আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিচ্ছে। আবার স্থানীয় আবাসিক হোটেল ও পরিবহন কাউন্টারে অবস্থান করতে দেখা গেছে। তবে বেনাপোল থেকে দূর পাল্লার কোন পরিবহন ছেড়ে যায়নি। বেনাপোল বন্দর এলাকায় কয়েক’শ রফতানি পণ্য বোঝাই ট্রাক ভারতে রফতানির অপেক্ষায় আটকে আছে। পরিবহন শ্রমিকরা এসব রফতানি পণ্য বোঝাই ট্রাক ভারতে যেতে বাধা দিচ্ছে।
বেনাপোল সোহাগ পরিবহনের বেনাপোলস্থ ম্যানেজার শহিদুল ইসলাম জানান, ৪৮ ঘন্টা ধর্মঘটের কারণে বেনাপোল থেকে দূর পাল্লার কোন যানবাহন ছাড়া হয়নি। ভারত থেকে আসা অনেক যাত্রী পরিবহন কাউন্টারে অবস্থান করছে।
বেনাপোল কাস্টমস কমিশনার জানান, পরিবহন ধর্মঘটে বেনাপোল কাস্টমসও বন্দরে কাজকর্ম স্বাভাবিক রযেছে। ভারতে পাসপোর্ট যাত্রী পারাপার অব্যাহত আছে।
বেনাপোল বন্দরের পরিচালক প্রদ্যুত কান্তি দাস জানান, ধর্মঘটের কারণে বাংলাদেশ থেকে কোন রফতানি হয়নি। তবে আমদানি বাণিজ্য অব্যাহত আছে। সকাল থেকে ৮৯ টি পণ্য বোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। বন্দরের অভ্যন্তরে কাজকর্ম স্বাভাবিকভাবে চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।