Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শূরার বৈঠকেই নতুন আমির নির্বাচন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকে মজলিস) নতুন আমির নির্বাচন নিয়ে নানামুখী আলোচনা চলছে। গত ১৯ অক্টোবর বিকে মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমানের ইন্তেকালে দলে আমীরের পদ শূন্য হওয়ায় নতুন আমির নির্বাচন নিয়ে দলে নানামুখী চিন্তা-ভাবনা চলছে। এ পর্যায়ে পরবর্তী আমিরের দায়িত্ব প্রদানের জন্য তিনজনের নাম আলোচিত হচ্ছে। তারা হচ্ছেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাঈল নূরপুরী, নায়েবে আমির মাওলানা যোবায়ের আহমদ আনসারী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক। আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দলের কেন্দ্রীয় শূরার অধিবেশনে আমির নির্বাচিত হবেন বলে দলের কেন্দ্রীয় একাধিক নেতার সাথে কথা বলে তা জানা গেছে। তাদের বক্তব্য অনুযায়ী শূরার অধিবেশনের পূর্বে নতুন আমির নির্বাচনের সম্ভাবনা নেই। দলের চলতি সেশনের আর মাত্র দুই মাস বাকি। জাতীয় নির্বাচনের কারণে মজলিসে শূরার শেষ অধিবেশন আগামী ডিসেম্বরের পরিবর্তে জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। এ সময়ের জন্য দলের গঠনতন্ত্র অনুযায়ি সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাঈল নূরপুরী ভারপ্রাপ্ত আমীরের দায়িত্ব পালন করবেন।। আগামী মাসের প্রথম সপ্তাহে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে সেশনের সর্বশেষ শূরার পূর্ব পর্যন্ত ভারপ্রাপ্ত আমীরের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নেয়ার কথা। উল্লেখ্য; সাবেক আমীরের জানাযায় সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাঈল নূরপুরীকে ভারপ্রাপ্ত আমীর হিসেবে ঘোষণা করা হয়েছে।
সর্বজন সম্মানিত বিকে মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীকে দলের আমির নির্বাচন করার বিষয়টি প্রচারিত হলেও তিনি হাইআতুল উলায়াহ’র কো চেয়ারম্যান ও বেফাকের সিনিয়র সহ-সভাপতি থাকায় এবং বয়োজোষ্ঠতার কারণে আমিরের পদ গ্রহণ করবেন না বলে আভাস পাওয়া গেছে। মাওলানা ইসমাঈল নূরপুরী দলের সিনিয়র নায়েবে আমির থাকায় তিনি দলের পরবর্তী আমির হবেন বলে অনেকেরই ধারণা। ওয়ায়েজিন হিসেবে দেশে- বিদেশে মাওলানা যোবায়ের আহমদ আনসারী আলোচিত ব্যক্তি হওয়ায় তার নামও আলোচনায় রয়েছে। আর দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হক তার যোগ্যতা ও দক্ষতা এবং শায়খুল হাদীসের সাহেবজাদা হওয়ার কারণে তার নামও আলোচিত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক দলের একাধিক কেন্দ্রীয় নেতার মতে পরবর্তী আমীর কে হবেন তা শূরার বৈঠকে সিদ্ধান্ত নিবেন দলের শূরার সদস্যগণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

১৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ