Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণতন্ত্র পুনরুদ্ধারে জনতার সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই

-আরব আমিরাত বিএনপি ও শ্রমিক দল নেতৃবৃন্দ

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

আইনের শাসন ও গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই উল্লেখ করে আরব আমিরাত বিএনপি ও শ্রমিক দলের নেতৃবৃন্দ বলেছেন, দেশে গণতন্ত্র নামে থাকলেও বাস্তবে নেই। নেই আইনের শাসন, ভোটাধিকার ও মানুষের বাক স্বাধীনতা। তাই এসব ফিরিয়ে আনতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তবেই জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত কারামুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে মামলার রায়সহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে। আগামী সংসদ নির্বাচনের আগেই তাকে মুক্তি দিতে হবে। গত শুক্রবার রাতে দুবাইস্থ ওয়াজিন রেস্টুরেন্ট হলরুমে আমিরাত প্রবাসী মুরাদ নগরবাসী বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
আবুল কালাম বিন আলী হোসেনের সভাপতিত্বে ও মোহাম্মদ আল আমিন হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আরব আমিরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি প্রকৌশলী মাহে আলম। প্রধান বক্তা ছিলেন আরব আমিরাত শ্রমিক দলের কার্যকরী সভাপতি শহিদুল্লাহ রাব্বি শিমুল। বিশেষ অতিথি ছিলেন আরব আমিরাত শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস এম এরশাদুল আলম, সহ-সভাপতি গাজী জাকির, আমজাদ হোসেন, জসিমউদ্দিন, শারজাহ শ্রমিক দলের সভাপতি নিজামউদ্দিন, আল আইন শ্রমিক দলের সভাপতি হুসাইন মোহাম্মদ জাহাঙ্গীর, দুবাই শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল মুরাদনগর কমিটির নেতা কাজী মোহাম্মদ মহসিন কাজল, আলী আকবর, আলমগীর, মোশাররফ হোসেন রাজু, শাহ আলম, আলাউদ্দিন, নজরুল ইসলাম, মহিলা নেত্রী রুপা, ইয়াসিন আরাফাত ও রাসেদুল ইসলাম প্রমূখ। সভায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মহসিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ