নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সাফ অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে বড় জয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ কিশোর ফুটবল দল। গতকাল নেপালের রাজধানী কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ‘এ’ গ্রপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৯-০ গোলে বিধ্বস্ত করে মালদ্বীপকে। ম্যাচে লাল-সবুজদের দুই ফরোয়ার্ড নিসাত জামান উচ্ছ্বাস ও রাসেল আহমেদ হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান। বাংলাদেশের পক্ষে উচ্ছ্বাস ও রাসেল তিনটি করে এবং
অধিনায়ক মেহেদী হাসান, মিডফিল্ডার আশিকুর রহমান ও তৌহিদুল আলম হৃদয় একটি করে গোল করেন।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ধারাবাহিক ব্যর্থতার মধ্যে থাকলেও নারী এবং পুরুষ বয়সভিত্তিক দলগুলো দুর্দান্তই খেলছে। বিশেষ করে সাফ অঞ্চলের টুর্নামেন্টগুলোতে তাদের নজরকাড়া পারফরমেন্স সবাইকে অবাক করছে। এরই ধারাবাহিকতায় কিশোরদের সাফ চ্যাম্পিয়নশিপে এবার চমক দেখালো বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ দল। এক ম্যাচেই দুই হ্যাটট্রিকে মালদ্বীপকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিলো তারা। আগের ম্যাচে স্বাগতিক নেপালের কাছে হারায় মালদ্বীপের বিদায় ঘন্টা বেঁজে গেল। গ্রুপ চ্যাম্পিয়নের জন্য আগামীকাল বাংলাদেশ মুখোমুখী হবে নেপালের। বাংলাদেশ সময় দুপুর সোয়া দু’টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচ ড্র করতে পারলেই গ্রুপ হিসেবে শেষ চারে লড়বে লাল-সবুজরা।
কাল ম্যাচের শুরু থেকেই একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। প্রতিপক্ষের রক্ষণদূর্গে একের পর এক আক্রমন করে কোচ পারভেজ বাবুর শিষ্যরা। তাই গোলের দেখা পেতে খুব বেশি সময় লাগেনি বাংলাদেশের। ম্যাচের মাত্র ১১ মিনিটেই উচ্ছ্বাসের গোলে এগিয়ে যায় লাল-সবুজের কিশোর দল (১-০)। ধারাবাহিক আক্রমণের মুখে ম্যাচের ২০ ও ২৩ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন উচ্ছ্বাস (৩-০)। বিরতির ঠিক আগেই ব্যবধান ৪-০ নিয়ে আসেন অধিনায়ক মেহেদী হাসান। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দু’মিনিটের মধ্যে জোড়া গোল করে ব্যবধান ৬-০ তে আনেন ফরোয়ার্ড রাসেল। ৬৬ মিনিটে আরেকটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি (৭-০)। ৮০ মিনিটে বদলি মিডফিল্ডার আশিকুর রহমান দলের পক্ষে অষ্টম গোল করলে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ শিবির (৮-০ )। ম্যাচের শেষ মিনিটে হৃদয় গোলে বড় জয় নিশ্চিত হয় লাল-সবুজদের (৯-০)।
ম্যাচ শেষে বাংলাদেশ কিশোর দলের প্রধান কোচ পারভেজ বাবু বলেন, ‘প্রথম ম্যাচেই ছেলেরা বড় জয় এনে দিয়েছে। যাত্রাটা দুর্দান্ত হয়েছে। আমি খুব খুশী।’ তিনি যোগ করেন, ‘আজকের (কাল) খেলায় আরো কিছু সুযোগ আমাদের নষ্ট হয়েছে। মালদ্বীপ চড়াও হয়ে খেলার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। উল্টো আমরাই খেলেছি চড়াও হয়ে। ছেলেরা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। গ্রুপের শেষ ম্যাচের প্রতিপক্ষ নেপাল শক্তিশালী দল। ম্যাচের উপর মূল্যায়ন করেই আমরা খেলবো তাদের বিপক্ষে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।