প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন চলচ্চিত্রের বিশিস্ট অভিনেত্রী রেহানা জলি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী প্রায় দেড় বছর ধরে কোন কাজ করতে পারছেন না। আর্থিক সংকটের কারণে চিকিৎসাও ঠিক মতো করতে পারছেন না। পরিবারের পক্ষেও তার চিকিৎসা ব্যয় ভার বহন করা অসম্ভব হয়ে পড়ছে। নিরুপায় হয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন রেহানা জলি। রেহানা জলির অসুস্থতার খোঁজ খবর নিয়েছেন শিল্পী ঐক্যজোটের সভাপতি জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব ও সেক্রেটারি জিএম সৈকতসহ কয়েকজন। রেহানা জলি বলেন, ক্যান্সারে আক্রান্ত হয়ে ঘরেই আমার দিন কাটছে। সোজা হয়েও দাঁড়াতে পারছি না। বোনদের সহায়তায় চিকিৎসা করছি। ক্যান্সারের চিকিৎসা দীর্ঘ মেয়াদী। এভাবে আর কত দিন চলতে পারবো জানিনা। সবাই আমার জন্য দোয়া করবেন। আমাদের প্রধানমন্ত্রী শিল্পীদের পাশে সবসময় ছিলেন। আশা করি, আমার অসুখের খবরটি তার কানে গেলে তিনিও আমার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। উল্লেখ্য, ১৯৮৫ সাল থেকে এখন পর্যন্ত প্রায় চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। শুধুমায়ের চরিত্রেই নয়, নায়করাজ রাজ্জাক, আলমগীরের মতো নায়কদের নায়িকা চরিত্রেও অভিনয় করেছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।