Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার চলচ্চিত্রে অভিনয় করতে চান মিথিলা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

এবার চলচ্চিত্রে অভিনয় করতে চান দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী মিথিলা। চলচ্চিত্রের প্রতি তার আগ্রহ জন্মেছে জয়া আহসানের দেবী সিনেমাটি দেখে। মিথিলা বলেন, ‘চলচ্চিত্রে অভিনয়ের জন্য এতদিন সময় বের করতে পারিনি। তাই চলচ্চিত্রে অভিনয় করা হয়ে উঠেনি। সেদিন জয়া আপার দেবী’ সিনেমা দেখে আমার আগ্রহ জন্মেছে। চলচ্চিত্রে কাজ করার জন্য এখন আমি পুরোপুরি মানসিকভাবে প্রস্তুত। যদি ভালো গল্প, গুণী পরিচালক এবং অন্যান্য বিষয়গুলো মনের মতো হয়, তাহলে হয়তো শিগগরিই চলচ্চিত্রে অভিনয় করবো। এখন আমি চলচ্চিত্রে অভিনয়ের জন্য সময় দিতে পারবো।’ এদিকে জয়া নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। বাংলালিংক’র নাটক ‘বিয়ের দাওয়াত রইলো’তে অভিনয় করে গত ঈদে বেশ সাড়া ফেলেছিলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিথিলা। নাটকটি নির্মাণ করেছিলেন রেদওয়ান রনি। এই নাটকেরই সূত্র ধরে এবার বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন মিথিলা। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। এতে তার সহশিল্পী হিসেবে আছেন মনোজ। এরইমধ্যে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। এবারই প্রথম মিথিলা বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। মিথিলা বলেন, ‘আমি এতদিন যত বিজ্ঞাপনে কাজ করেছি তার নব্বইভাগ অমিতাভ রেজার নির্দেশনায় কাজ করা। এবারই প্রথম আদনান আল রাজীবের নির্দেশনায় কাজ করলাম। আদনান খুব ভালো একজন বিজ্ঞাপন নির্মাতা। আদনান মডেলের কাছ থেকে কী চান তা তিনি জানেন। আমি বাংলালিংকের বিজ্ঞাপনটি নিয়ে দারুণ আশাবাদী। প্রচারে এলে আশা করছি দর্শকের ভীষণ ভালোলাগবে।’ এদিকে এরইমধ্যে মিথিলা দুটি শর্টফিল্মে অভিনয় করেছেন। একটি ইফতেখার আহমেদ ফাহমি’র ‘একটি সবুজ ব্যাগ’ ও অন্যটি আর বি প্রীতমের ‘ওয়েলকাম টু ফ্যামিলি’। দীর্ঘ সময় চাকুরী এবং সন্তান নিয়ে মিথিলাকে ভীষণ ব্যস্ত সময় পার করতে হয়েছে। এখন সেই ব্যস্ততা একটু কমেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ