বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফায়ার সার্ভিসের কর্মীসহ নিহত হয়েছেন দুইজন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের মহিষেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শরীয়তপুরের চরনিয়ামতপুর এলাকার মহজেল খানের ছেলে কবির খান (৩৫)। তিনি পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। অপরজন হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঈশ্বরদী এলাকার শফিজউদ্দিন মাতুব্বরের ছেলে মেজবাহ হাবিবুউল্লাহ (৩৫)। মেজবাহ মাদারীপুর ফায়ার সার্ভিসের একজন সদস্য ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শরীয়তপুরের মনোয়ারা থেকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে মাদারীপুরে যাচ্ছিলেন মেজবাহ। মোটরসাইকেলটি মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরতর আহত হয় দুইজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এলে মারা যায় কবির। পরে চিকিৎসাধীন অবস্থায় মেজবাহ মারা যান।
মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিয়াদ মাহমুদ বলেন, ‘সন্ধ্যার পরে সড়ক দুর্ঘটনায় দুজন রোগী হাসপাতালে আসে। এই দুজনের মাথায় গুরতর আঘাত ছিল। এদের মধ্যে কবির হাসপাতালে আনার আগেই মারা যায়। আর মেজবাহ নামে এক রোগী ভর্তি হওয়ার কয়েক মিনিট পরেই মারা যায়।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল হক সরদার বলেন, ‘মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চালকসহ এক ফায়ার সার্ভিসের কর্মী নিহত হয়েছেন। দুর্ঘটনার পরে ঘাতক চালক পালিয়ে গেলেও পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।