প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কথাসাহিত্যিক, নাট্যকার ও সাংবাদিক শাহআলম সাজুর ৩০ তম উপন্যাস জোৎস্নাঘর প্রকাশিত হয়েছে। উপন্যাসটি প্রকাশ করেছে বাংলাদেশের প্রকাশনা প্রতিষ্ঠান তাম্রলিপি। বই মেলার বাইরে গিয়ে এবারই প্রথম কোনো উপন্যাস প্রকাশ করলেন সাজু। প্রচ্ছদ করেছেন খ্যাতিমান শিল্পী ধ্রুব এষ। উপন্যাসে তুলে ধরা হয়েছে বাঙালীর মধ্যবিত্ত পরিবারের গল্প । একটি জেলা শহরের অতি সাধারণ একটি পরিবারের কিছু মানুষের সুখ দু:খ, তাদের হতাশা, তাদের স্বপ্প পূরণের উপাখ্যান। সেই সাথে প্রবল ভালোবাসার উপন্যাসও। সাজু বলেন, আমার লেখক ক্যারিয়ারের সবচেয়ে বড় উপন্যাস জোৎন্সাঘর। ২১৫ পৃষ্ঠার বইটি লিখতে সময় লেগেছে ৫ মাস । জোৎস্নাঘর পাঠকপ্রিয়তা পেলে আমার শ্রম সার্থক হবে। সাজু বলেন, সন্তানের মুখ আমার কাছে যেমন প্রিয়, নতুন বইও তেমনি প্রিয়। উপন্যাসে ব্যাপকভাবে জোৎস্নার কথা উঠে এসেছে। উল্লেখ্য, সাজু লেখালেখি করছেন ২০ বছর ধরে । ১৯৯৮ সালে তার প্রথম উপন্যাস প্রকাশিত হয়। প্রথম উপন্যাসটির নাম ছিল বৃষ্টিভেজা ভালোবাসা। এ পর্যন্ত তার মোট ৪০ টি গল্পের বই ও উপন্যাস প্রকাশিত হয়েছে। সাজু ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ সাংবাদিকতা করছেন ১০ বছর ধরে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।