Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্ম আলম-এর একসাথে দু’টি উপন্যাস

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৯, ১২:১১ এএম

অভিনেতা, নাট্যকার, নাট্যজন ম.আ সালাম এর বড় মেয়ে পদ্ম আলম। এবারের বইমেলায় আকাশ প্রকাশনীর ব্যানারে প্রকাশিত হয় তার একসাথে দুটি উপন্যাস-‘অন্ত্যমিল’ ও ‘এ পথ তোমার নয়’। ইতোমধ্যে উপন্যাস দুটি পাঠকদের মধ্যে সাড়া জাগিয়েছে। পদ্ম এবছর রাজউক উত্তরা মডেল কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থী। পদ্মর বাবা ম.আ সালাম ৩৫ বছর ধরে অভিনয়ের পাশাপশি একজন পেশাদার নাট্যকার ও লেখক। পদ্ম আলম এর ‘অন্ত্যমিল’ উপন্যাসের ভ‚মিকা লিখেছেন দেশবরেণ্য নাট্যকার মাসুম রেজা। তিনি বলেছেন, পদ্মকে আমি ঔপন্যাসিক খেতাবটা দিলাম। তার নাম বাংলা সাহিত্যে এক নতুন সংযোজন। ‘এ পথ তোমার নয়’ উপন্যাসের ভ‚মিকায় বরেণ্য লেখক, অভিনেতা ও নাট্যকার খায়রুল আলম সবুজ বলেছেন, পদ্ম একদিন লেখক হিসেবে অনেকদূর পৌঁছবে এ বিশ্বাস আমার দ্বিধাহীন। আমরাও আশা করব পদ্ম তার লেখনী গুণে আমাদের সাহিত্যের আগামী প্রজন্মের একজন হয়ে আলোকিত করবে নিজস্ব ধারায়। তার প্রথম প্রকাশিত উপন্যাসের সাফল্য তাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে বাংলা সাহিত্যে নিজের অবদান রাখার জন্য। বই দুটির প্রচ্ছদ এঁকেছেন আহমেদ হাসিব বুলবুল। বিন্যাস করেছেন মো.জসিম উদ্দিন। প্রকাশ করেছে আকাশ প্রকাশনী, বাংলাবাজার। মূল্য দুইশত টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদ্ম আলম-এর উপন্যাস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ