Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বই মেলায় অভিনেত্রী ভাবনার উপন্যাস ও কবিতা গ্রন্থ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২১, ১২:০২ এএম

টিভি অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অভিনয়ের পাশাপাশি একজন নৃত্যশিল্পী এবং চিত্রশিল্পী। তার আঁকা ছবি লাখ টাকাতেও বিক্রি হয়েছে। তবে লেখক হিসেবেও তার পরিচিতি রয়েছে। ‘গুলনেহার’ ও ‘তারা’ নামে দুটি উপন্যাস ইতোমধ্যে প্রকাশিত হয়েছে তার। এবারের বইমেলায়ও তার একটি নতুন উপন্যাস প্রকাশিত হচ্ছে। উপন্যাসটির নাম ‘গোলাপী জমিন’। একইসঙ্গে প্রকাশিত হচ্ছে তার প্রথম কবিতার বই ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না’। বইটিতে মোট ৫০টি কবিতা স্থান পেয়েছে। ভাবনা জানান কবিতা গ্রন্থে তিন বছর আগে লেখা কিছু কবিতা এবং নতুন কিছু কবিতা স্থান পেয়েছে। আমি আমার অনূভূতিগুলো লিখতে চেয়েছি কাব্যের আশ্রয়ে। আশা করছি, পাঠকদের কাছে তা উপভোগ্য হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাবনার-উপন্যাস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ