Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৌশলগত সংঘাত নিরসন মডেল তুলে ধরলেন শিরিন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

আজাদ কাশ্মীরের কেন্দ্রীয় মানবাধিকার মন্ত্রী ড. শিরিন এম মাজারি বলেছেন, পাকিস্তানের উচিত হবে জাতিসংঘের প্রস্তাবগুলোর ভিত্তিতে কাশ্মীর বিরোধ সমাধানের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে জোরালোভাবে এগিয়ে যাওয়া। বুধবার ইসলামাবাদের রিপাবলিক ইউনিভার্সিটিতে আজাদ কাশ্মীরের ইয়াউমি তাসিস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তব্যকালে ড. মাজারি সুনির্দিষ্ট ও বাস্তবায়নযোগ্য পদক্ষেপের ভিত্তিতে কাশ্মীরের ঘটনাটি বিশ্বের কাছে তুলে ধরতে বেশ কিছু সুনির্দিষ্ট ও ব্যাপকভিত্তিক প্রস্তাব উত্থাপন করেন। তিনি কাশ্মীরের জন্য একটি সম্ভাব্য কৌশলগত সংঘাত নিরসন মডেল তুলে ধরেন। কাশ্মীর নিয়ে এটাই এ ধরনের প্রথম কোন মডেল। এতে প্রতিশ্রুত আত্মনিয়ন্ত্রণ ও গণভোটের ভিত্তিতে কাশ্মীরের দীর্ঘ প্রতীক্ষিত সমাধানের বিষয়টি তুলে ধরা হয়েছে। মডেলে অনেকগুলো মধ্যবর্তী পদক্ষেপ গ্রহণের প্রস্তাব বিস্তারিতভাবে দেয়া হয়েছে। ড. মাজারি প্রস্তাব করেন যে, পাকিস্তানের উচিত হবে কাশ্মীরের জন্য আইরিশ শান্তি মডেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সমাধান প্রস্তাব করা। তিনি স্পষ্ট করে দেন যে, তিনি চুক্তির কোন সুনির্দিষ্ট ধারার কথা বলছেন না কিন্তু যে ব্যাপক ধারণার ভিত্তিতে চুক্তিটি সই ও বাস্তবায়িত হয়েছে তার কথা বলছেন। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মডেল

৬ সেপ্টেম্বর, ২০২২
১৬ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ