Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারের মতো ওয়েব সিরিজে পপি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১১:৪৫ পিএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপি প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করলেন তিনি। ইন্দুবালা নামে একটি ওয়েব সিরিজে নাম ভ‚মিকায় দেখা যাবে তাকে। কয়েকদিন আগে কলকাতায় ইন্দুবালার বেশ কিছু অংশের শূটিং-এ অংশ নেন পপি। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। গল্পে দেখা যাবে, ইন্দুবালা একজন শিক্ষিতা সাহসী নারী, প্রতিবাদী কণ্ঠ। সমাজের অন্যায়-অপরাধের বিরুদ্ধে সোচ্চার এ নারীর প্রতিবাদ অহিংস উপায়ে। পপি বলেন, ইন্দুবালা ওয়েব সিরিজে আমার চরিত্রটি দারুণ সিনেমাটিক। সাধারণভাবে ওয়েব সিরিজ হলেও দর্শকরা সিনেমার ফ্লেভার পাবেন। বিগ বাজেটের কাজটি নিয়ে আমি আশাবাদী। দর্শকের ভালো লাগলে সব শ্রম সার্থক হবে। তিনি বলেন, আমি সব সময় ভালো কাজের সঙ্গে আছি। কাজটি করার জন্য আমাকে বলা হয়। সব কিছু শোনার পর আর না করিনি। আর বিশ্বের বিভিনড়ব দেশে ওয়েব সিরিজের ভালো নির্মাণ হচ্ছে। এই কাজটির মাধ্যমে আমাদের দেশেও ওয়েব সিরিজের ভালো একটি প্রচলন শুরু হবে বলে মনে করছি। উল্লেখ্য, স¤প্রতি পপি পরিচালক সাদেক সিদ্দিকীর সাহসী যোদ্ধা সিনেমা কাজ শেষ করেছেন। এরপর সেভ লাইফ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটি নির্মাণ করবেন আমিনুল ইসলাম। এছাড়া বুলবুল বিশ্বাসের কাটপিস নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।



 

Show all comments
  • Md.Jakir Hossen Raju ২৭ অক্টোবর, ২০১৮, ৮:২৩ পিএম says : 0
    পপিকে আমি খুব ভালবাসি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ