Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দিতে টিএইচও’র বিরুদ্ধে বিভিন্ন দফতরে অভিযোগ দায়ের!

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১১:১৬ পিএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি.এইচ ও ডা. মোঃ জালাল হোসেনের বিরুদ্ধে অবহেলা, স্বেচ্ছাচারিতা, দুর্ণীতিসহ নানা অভিযোগ ঢাকা মহাখালি স্বাস্থ্য অধিদপ্তর, কুমিল্লা সিভিল সার্জন এবং স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়ার কাছে অভিযোগ দায়ের করেছেন দাউদকান্দি উপজেলার সরকাপুর গ্রামের মোরশেদা বেগম। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য সুবিধ আলী ভূইয়া বলেছেন, টি,এইচও ডা. জালাল হোসেন নিজের কাজ বাদ দিয়ে এলাকার লোকাল পরিটিক্সয়ে জড়িয়ে গেছে। টাকা পয়সার প্রতি লোভ বেশি তাকে অন্যত্র পোস্টিং এর জন্য সুপারিশ করেছি। অভিযোগে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. আল আমিন মিয়াজী খুলনার মাগুরা সদর হাসপাতালে বদলি হওয়া সত্যেও সেখানে অফিস না করে ৪ মাস যাবৎ টিএইচও কে মোটা অঙ্গের টাকার বিনিময় হাসপাতালের ভিতরে আবাসিক ভবনে রোগী দেখছে। এ ছাড়া টিএইচও ডিমান্ড সাইড ফাইনেনসিং প্রকল্পের আওতায় যে সব গরিব প্রসুতি রয়েছে তারা বাচ্চা প্রসবের পর সরকারী পুর বরাদ্দ পাচ্ছে না। টিএইচও মোটা অংকের টাকার বিনিময়ে সেখান থেকে তিনি রোগীদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দিচ্ছেন। এ ব্যাপারে টিএইচও জালাল আহমেদ মোবাইলে ইনকিলাব কে জানান আমার এখানে কোন অনিয়ম নেই আমি দূর্ণীতি করি না। বদলি হওয়া ডা. আল আমিন মিয়াজী ইনকিলাবকে জানান বদলির ৪ মাসে সব গুছিয়ে নিতে পারিনি বলে এখানেই রয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ