Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধ্যরাতে তরুণীকে হয়রানি সাময়িক বরখাস্ত চার পুলিশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১২:০৫ এএম

রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকায় মধ্যরাতে তল্লাশির নামে এক তরুণীকে হেনস্তা করার ঘটনায় রামপুরা থানার এএসআই ইকবালসহ ৪পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যঅন্যরা মিরপুরের দাঙ্গা দমন বিভাগের (বর্তমান নাম পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট) পুলিশের চার সদস্য। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মোঃ সোহেল রানা বলেন, ওই ঘটনায় চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের একজন রামপুরা থানার এএসআই। বাকি তিনজন পিএমও (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট) পূর্ব বিভাগের। এরই মধ্যে ওই ঘটনায় ডিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (খিলগাঁও জোন) নাদিয়া জুঁইকে দায়িত্ব দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভিডিওটি যাচাই-বাছাই করে ওই ঘটনায় চার পুলিশ সদস্যকে শনাক্ত করা হয়েছে। তদন্তের পর কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে ডিএমপি কমিশনারের অনুমতিক্রমে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
ফেসবুকে ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে জানানো হয়, পুলিশ চেকপোস্টে অটোরিকশা আরোহী এক নারীর সাথে পুলিশের বাদানুবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টি আকর্ষণ হয়েছে। ইতোমধ্যে ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। উল্লেখ্য গত ২২ অক্টোবর সোমবার মধ্যরাতে অটোরিকশায় এক নারীযাত্রীর সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের টহল টিমের সদস্যদের বাকবিতন্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেসবুকে ভিডিও চিত্রটি ভাইরাল হয়ে যায়, এটি শেয়ার করে অনেকেই ভুক্তভোগী তরণী ও পুলিশ সদস্যদের পক্ষে বিপক্ষে নিজেদের মতামত তুলে ধরছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ

৩ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ