মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সপ্তাহব্যাপী সফরে চীন গিয়েছেন পাকিস্তানের উপজাতীয় নেতাদের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল। চীন সরকারের আমন্ত্রণে দলটি সোমবার বেইজিং গিয়েছে এবং ২৮ অক্টোবর পর্যন্ত তারা দেশটি সফর করবে। বেইজিং থেকে পাওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করা হয়েছে। প্রতিনিধি দলটি বেইজিং ছাড়াও শিয়ান ও সাংহাই সফর করবে।
পাকিস্তানের বাজাউর এজেন্সি, খাইবার এজেন্সি, কুররাম এজেন্সি, মোহমান্দ এজেন্সি, ওরাকজাই এজেন্সি, উত্তর ওয়াজিরিস্তান ও দক্ষিণ ওয়াজিরিস্তানের উপজাতীয় নেতাদের নিয়ে প্রতিনিধি দলটি গঠিত হয়েছে।
সোমবার বেইজিংয়ের পাকিস্তান দূতাবাস পরিদর্শনে যান প্রবীণ উপজাতীয় নেতারা। সেখানে রাষ্ট্রদূত মাসুদ খালিদ প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং পাকিস্তানের উপজাতীয় এলাকার নেতাদের সফরের গুরুত্ব তুলে ধরেন। রাষ্ট্রদূত বলেন, পাকিস্তান ও চীনের মধ্যে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুত্বটি পরবর্তী প্রজন্মের কাছে পৌছে দিতে সমাজের সর্বস্তরের জনগণের মধ্যে মতবিনিময়ের সুযোগ গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ।
প্রতিনিধি দলকে চীন-পাকিস্তান সম্পর্ক এবং চায়না পাকিস্তান ইকনমিক করিডোর (সিপিইসি)-এর উপর ব্রিফিং করা হয়। সূত্র: জিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।