পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনাকে পরিকল্পিত ‘নির্মম হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে এর জন্য দায়ীদের সাজা দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান। তিনি বলেন, খাশোগির ঘাতকরা যত উচ্চ পর্যায়েরই হোক তাদের সবাকেই শাস্তি পেতে হবে। এরদোগান বলেন, খাশোগিকে হত্যার নির্দেশ যিনি দিয়েছেন তাকেও জবাবদিহি করতে হবে। তিনি বলেন, “প্রশাসন খাশোগি হত্যার ঘটনা স্বীকার করে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এখন আমরা আশা করব এ ঘটনায় উপর মহল থেকে নিচ পর্যন্ত দায়ী সবার মুখোশ তারা খুলে দেবে এবং তাদেরকে সমুচিত সাজা দেবে।” “হত্যার নির্দেশ দেওয়া থেকে শুরু করে সে নির্দেশ পালন করা ব্যক্তিটি পর্যন্ত সবাইকেই জবাবদিহির আওতায় আনতে হবে।” অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজের অবস্থান পরিবর্তন করে খাশোগি হত্যাকাণ্ডকে ইতিহাসের জঘন্যতম গুমের ঘটনা বলে অভিহিত করেছেন। একই সঙ্গে সতর্ক করে দিয়ে বলেছেন, যারা এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত তাদের বিপদে পড়তে হবে। আর তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, যুক্তরাষ্ট্র এ ঘটনায় দায়ীদের অবশ্যই শাস্তি দেবে। ইতোমধ্যে শনাক্ত হওয়া ২১ সন্দেহভাজনের ভিসা বাতিল করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘তাদের এ সম্পর্কে খুবই বাজে ধারণা ছিল। এই ঘটনা খুব দুর্বলভাবে ঘটানো হয়েছে। এই গুম ইতিহাসে জঘন্যতম।’ গত ২ অক্টোবর খাশোগি তুরস্কে ইস্তাম্বুলের সউদী কনস্যুলেটে ঢুকে নিখোঁজ হওয়ার পর থেকেই তুরস্ক সউদী চররা তাকে খুন করেছে বলে দাবি করে এসেছে। তবে সউদী আরব প্রথমে তা অস্বীকার করে এবং ঘটনার ১৭ দিন পর খাশোগি খুন হওয়ার কথা স্বীকার করে। কিন্তু খুনের ঘটনা নিয়ে দেশটি একাধিকবার বিবৃতি পাল্টেছে। লাশ কোথায় আছে তাও জানা নেই বলে জানিয়েছে সউদী আরব। তবে এরই মধ্যে খাশোগির লাশের টুকরো পাওয়া যাওয়ার খবর শোনা যাচ্ছে গণমাধ্যমে। তুরস্কেরও কয়েকটি গণমাধ্যমে খাশোগির দেহাংশের খোঁজ পাওয়ার খবর এসেছে। ব্রিটিশ সম্প্রচার মাধ্যম স্কাই নিউজ বলছে, ইস্তাম্বুলে সউদী কনসাল জেনারেলের বাসভবনের বাগানে খাশোগির লাশের অংশবিশেষ পাওয়া গেছে। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।