মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আগুন বা দাবানল নিয়ন্ত্রণের বিষয়টি মূলত দমকল বাহিনীর সাথেই সম্পর্কিত। কিন্তু পর্তুগাল সরকার নিয়েছে ভিন্ন উদ্যোগ। দেশটিতে দাবানল নিয়ন্ত্রণে ব্যবহৃত হবে ছাগল বাহিনী। এক প্রতিবেদনে জানায়, ভয়াবহ দাবানলে পর্তুগালের পর্বতগুলো প্রতি বছর হুমকির মুখে পড়ে। এ অবস্থা থেকে বাঁচতে প্রাকৃতিক এবং স্বল্পব্যয়ী দাবানল প্রতিরোধ ব্যবস্থার অংশ হিসেবে ছাগল ব্যবহৃত হবে। জানা গেছে, এই ছাগল বাহিনীতে ৩৭০টি ছাগল যুক্ত করা হয়েছে। পাইলট প্রকল্পের অংশ হিসেবে শুরুতে এরাই দাবানল প্রতিরোধ করবে। তারা পর্তুগালের এক বন থেকে অন্য বনে ছড়িয়ে পড়বে এবং সেখানকার ছোট ঘাস-লতাপাতা সবকিছুই খাবে। ফলে দ্রততার সাথে আগুন ছড়াতে পারবে না। এই প্রকল্পের মেয়াদ ৫ বছর। এ সম্পর্কে পর্তুগালের প্রকৃতি ও বন সংরক্ষণ ইনস্টিটিউটের প্রধান অ্যান্তোনিও বোর্জেস বলেন, এটা সবচেয়ে প্রাকৃতিক ও স্বল্পব্যয়ী পদ্ধতি। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।