Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার বিকল্প নেই মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

সুন্দর সমাজ বিনির্মাণ, সভ্যজাতি ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই উল্লেখ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সু-শিক্ষায় শিক্ষিত সুনাগরিক গড়ার কারিগর হল শিক্ষক। সুনাগরিক গড়তে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, শিক্ষার গুরুত্ব বিবেচনা এবং শিক্ষাবান্ধব নগর গড়ে তুলতে চসিক বছরে শিক্ষাখাতে ৪৩ কোটি টাকা ভতুর্কি দিয়ে আসছে। তিনি গতকাল (মঙ্গলবার) নগর ভবনের কনফারেন্স হলে চসিক পরিচালিত কলেজের গভর্ণিং বডি ও স্কুল পরিচালনা পর্ষদের সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।

সভায় প্যানেল মেয়র প্রফেসর ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, কাউন্সিলর কফিল উদ্দিন খান, মো. সাহেদ ইকবাল বাবু, ফারহানা জাবেদ, চসিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষা কর্মকর্তা ও সচিব মো. আবুল হোসেন, সৈয়দ মাহমুদুল হক, নুরুল বশর মিয়া, ইঞ্জিনিয়ার এস এম রিজওয়ানুল বারী, জয়নাব বেগম, ঝিনু আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তর

সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে রোগাক্রান্ত ও প্রতিবন্ধীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রতিজনকে ৫০ হাজার টাকা করে ১৫ জনের মাঝে মোট ৭ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শহীদুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ