বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
৪র্থ মেয়র হিসেবে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্বভার গ্রহন করেছেন গতকাল। এ সময় গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি নগর ভবনের অতীতের সব দূর্নীতি তদন্ত করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার কথা জানিয়েছেন। বর্তমান পরিষদের মেয়রসহ কোন কাউন্সিলর ঠিকাদারী কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারবেন না বলেও জানান তিনি। নগরীর বিভিন্ন সমস্যা দূর করাই হবে তার লক্ষ্য ও উদ্দেশ্য। তিনি জানান, ‘আমি তিন’শ কোটি টাকা দেনা নিয়ে বিসিসি’র দায়িত্বভার গ্রহন করলাম। এই দেনাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। দেনা কাটিয়ে না ওঠা পর্যন্ত মেয়র হিসাবে আমি কোন ভাতা গ্রহন করব না’ বলেও জানান তিনি।
মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় বরিশালের নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তার দুই সহোদর আশিক আবদুল্লাহ ও মঈন আবদুল্লাহকে সাথে নিয়ে কর্পোরেশনে দায়িত্বভার গ্রহন করতে নগর ভবনে যান। এ সময় মেয়র সাদিককে কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ফুলের পাপড়ি ছিটিয়ে সংবর্ধনা দিয়ে ভবনের নিচ তলা থেকে দোতলায় মেয়রের কক্ষে নিয়ে যায়। পরে তিনি বিসিসির ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইসরাইল হেসেনের নিয়ে আসা ফাইলে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহন করেন।
বিকেল চারটায় নগর ভবনের সামনে ফজলুল হক এভিনিউতে নির্মিত প্যান্ডেলে বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে মেয়রকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মোঃ ইউনুছ-এমপি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি সম ইমামুল হক, বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মোশারেফ হোসেন, বরিশালের নব নিযুক্ত জেলা প্রশাসক সম অজিয়র রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাহবুবউদ্দিন আহমেদ -বীর বিক্রম, প্রবীন সাংবাদিক ও বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাছ চৌধুরি দুলাল, জাসদের সম্পাদক আ. হাই মাহবুব, জাসদ (মাইনুদ্দিন) নেতা আবুল কালাম আজাদ ছাড়াও বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন পৌর মেয়রগণ নব নির্বাচিত মেয়র সহ নগর পরিষদকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।