Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধ্য নভেম্বরে দীপিকা-রণবীরের বিয়ে

| প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

অবশেষে সব জল্পনা কল্পনার অবসান হল। বলিউডের প্রেমিক-প্রেমিকা জুটি রণবীর সিং আর দীপিকা পাডুকোন ঘোষণা দিয়ে নিশ্চিত করেছেন আসছে নভেম্বর মাসেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আর তা হবে ১৪ থেকে ১৫ তারিখে। তারা তাদের নিজের নিজের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে একটি নোট শেয়ার করেছেন, তাতে লিখেছেন : “আমাদের পরিবারের আশীর্বাদ নিয়ে গভীর আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি আমাদের বিয়ে হবে ১৪ আর ১৫ নভেম্বর।” “আপনারা আমাদের যে ভালবাসা দিয়েছেন সে জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভালবাসা, বিশ্বস্ততা, বন্ধুত্ব আর একসঙ্গে থাকার এই অতুলনীয় যাত্রায় আপনাদের আশীর্বাদ কামনা করছি— দীপিকা ও রণবীর।” দীর্ঘদিন ধরে দীপিকা আর রণবীরের বিয়ে নিয়ে গুঞ্জন চললেও গত এক মাসে এই আলোচনা প্রবল হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত তারা আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। ২০১৩’র ‘গোলিয়োঁ কি রসলীলা রাম লীলা’র শুটিংয়ের সময় দীপিকা (৩২) আর রণবীর (৩৩) অন্তরঙ্গ হন। এর পর তারা ‘বাজিরাও মাস্তানি’ এবং ‘পদ্মাবত’ চলচ্চিত্রে অভিনয় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দীপিকা

২৩ জানুয়ারি, ২০২১
১৯ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ