বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আরো ২জন গুরুতর আহত হয়। আহতদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোর সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে বলে হাজীগঞ্জ থানা সূত্র নিশ্চিত করেছে। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলার গোঘরা গ্রাম নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের ব্যবসায়ী এলেম হোসেন (৪৫), তার একমাত্র ছেলে মো. একরাম হোসেন (২৭)। একই উপজেলার টামটা উত্তর ইউনিয়নের সুরসই কাজী বাড়ীর আবু সুফিয়ান (৩৬)। আহতরা হলো বিল্লাল হোসেন ও সিএনজি চালক শাহজাহান।
টামটা দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ হোসেন জানান, নিহতরা সবাই চাঁদপুরে বর্শিতে মাছ ধরার জন্য যাচ্ছিল। তারা রাত ৩টায় ওয়ারুক থেকে সিএনজি যোগে চাঁদপুর শহরের উদ্দেশ্যে রওয়ানা হয়।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক ফরিদ আহমেদ জানান, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। রাতের বেলায় ঠিকাদারী প্রতিষ্ঠান রানা বিল্ডার্স রাস্তার উপর এলো-মেলোভাবে মাটি ফেলে রাস্তা সরু করে রাখায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। তবে কি ধরনের গাড়ীর সাথে সিএনজির সংঘর্ষ ঘটে এমন কথা কেউ নিশ্চিত করে বলতে পারছেনা।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই জয়নাল বলেন, ধারনা করা হচ্ছে কাভার্ড ভ্যান বা ট্রাক সিএনজিকে পেছন থেকে ধাক্কা দিয়ে সিএনজির উপর দিয়ে গাড়ী চলে গেছে। এতে করে সিএনজির পেছনের সিটে বসা পিতা-পুত্রসহ একই এলাকার ৩ জনই ঘটনাস্থলে নিহত হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চাঁদপুর ফায়ার সার্ভিস ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিস পৌঁছে আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।