Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামীবছর ভারত মহাসাগরে বিমানবাহী রণতরি পাঠাবে ফ্রান্স

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

আগামী বছর ভারত মহাসাগরে বিমানবাহী রণতরি পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা এবং বিতর্কিত জলসীমায় চীনের অবস্থান জোরদার হতে থাকায় এই রণতরী পাঠানো হবে বলে শুক্রবার দেশটি ঘোষণা দেয়। ফ্রান্সের তুলন বন্দরে বিমানবাহী রণতরি চার্লস দ্য গলে’র মেরামত কাজ চলছে। আগামী বছরের শুরুতেই এটি ভারত মহাসাগরে যাত্রা করার জন্য প্রস্তুত হয়ে যাবে বলে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লেরেন্স পারলে জানান। তিনি লা প্রভিন্স পত্রিকাকে বলেন, আন্তর্জাতিক পানিসীমায় চলাচলের অধিকার সুরক্ষার জন্য ফ্রান্স সবসময় সামনের কাতারে থেকেছে।
তিনি বলেন, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার সীমিতকরণ ঘটলেই, যেমন এখন দক্ষিণ চীন সাগরে ঘটছে, আমরা আমাদের স্বাধীনতা দেখাবো এবং ওই পানিসীমায় নৌবহর পাঠাবো। গত মে মাসে ফ্রান্সের হেলিকপ্টার কেরিয়ার দিক্সমুদ দক্ষিণ চীন সাগরে টহল দেয়। সূত্র : এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমান

১৩ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ