Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলচ্চিত্র নির্মাণে ছোটপর্দার নির্মাতা টনি রাজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

মাহাবুব আহসান টনি দীর্ঘ সময় ধরে ছোট পর্দায় কাজ করছেন। ইতিমধ্যে বেশ কিছু নাটক, বিজ্ঞাপন ও সিরিয়াল নাটক নির্মাণ করেছে এবং বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হয়েছে। তার প্রচারিত উল্লেখযোগ্য নাটক, সুখ প্রাচীর, শান্তি নিবাস, অন্তরজ্বালা, দি ইন্ড, বেস্ট ফ্রেন্ড, ভুলের অবসান, ভালোবাসার মৃত্যু ইত্যাদি। এছাড়া সম্পাদনার টেবিলে আছে একটি ধারাবাহিক নাটক শ^শুর বাড়ি মধুর হাড়ি। মাহাবুব আহসান টনি এবার বড় পর্দার জন্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে যার নাম ‘গায়েন’। সিনেমাটি ফোক রোমান্টিক ধারার। এতে নায়ক-নায়িকা হিসেবে নতুন জুটি উপহার দেয়া হবে। এছাড়া অভিনয় করবেন সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, কাজী উজ্জ্বল। এর গল্প শুরু হয়েছে এক গরিব ঘরের সন্তান সুজন তার গান গাওয়া নেশা। এই গানের জন্য তাকে ভালোবাসে তার গ্রামের ধনাঢ্য পরিবারের এক মাত্র মেয়ে পরী। তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায় পরীর বাবা। সিনেমাটির চিত্রগ্রহণে থাকবেন স্বপন আহমেদ। আগামী মাসের মাঝামাঝি সিনেমাটির শূটিং শুরু হবে বলে জানান, পরিচালক মাহবুব আহসান টনি। পাশাপাশী কলকাতার দুইটি চলচ্চিত্র যৌথভাবে পরিচালনা করবেন। চলচ্চিত্র দুইটি হলো স্বপ্নের বিসর্জন এবং ডার্টি গার্ল। এই চলচ্চিত্র দুটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন সরদার মোহাম্মাদ আব্দুস সত্তার। স্বপ্নের বিসর্জন ও ডার্টি গার্ল চলচ্চিত্র নির্মিত হচ্ছে টালিগঞ্জ, কলকাতার এস এস প্রডাকশন ব্যানারে। চলচ্চিত্র দুইটিতে অভিনয় করবেন সোনালী, জিৎ, খরাজ মুখাজি প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ