Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড শীর্ষ পাঁচ

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

১.আ স্টার ইজ বর্ন ২. ভেনম ৩. ফার্স্ট ম্যান ৪.গুজবাম্পস টু : হন্টেড হ্যালোইন ৫. ব্যাড টাইম্স অ্যাট এল রয়াল

গুজবাম্পস টু : হন্টেড হ্যালোইন
অ্যারি স্যান্ডিল পরিচালিত ফ্যান্টাসি ড্রামা ‘গুজবাম্পস টু : হন্টেড হ্যালোইন’। ‘হোয়েন উই ফার্স্ট মেট’ (২০১৮) এবং দ্য ডাফ’ (২০১৫) স্যান্ডেল পরিচালিত চলচ্চিত্র; এর বাইরে তিনি একাধিক স্বল্পদৈর্ঘ্য এবং টিভি সিরিজের পর্ব পরিচালনা করেছেন। আর. এল. স্টাইনের লেখা শিশু-কিশোরদের ‘গুজবাম্পস’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। হ্যালোইনের ঠিক আগে সনি কুইন (জেরেমি রে টেইলর) আর স্যাম কার্টার (ক্যালিল হ্যারিস) একটি পড়োবাড়ির খোঁজ পায়। পড়ো বাড়িটিতে ঢুকে তারা একটি দেয়ালে একটি ফোঁকর দেখতে পায় তাতে তারা একটি বাক্সে ‘হন্টেড হ্যালোইন’ নামে আর. এল. স্টাইনের লেখা একটি বই দেখতে পায়। বইটি খোলার পর অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। একটি পাপেট আবির্ভূত হয় সে অদ্ভুত কায়দায় কথা বলে। তবে এই শেষ নয়, এক একে ভয়ানক সব প্রাণীর আবির্ভাব হয় তার পর থেকে আর তারা শহরকে আতঙ্কের শহরে পরিণত করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ