মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শনিবার ভারতের আসাম রাজ্যের নলবাড়ি জেলায় একটি যাত্রিবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে তিন নারীসহ ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২১ জন। খবর পিটিআই।
পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় রাজ্য পরিবহন সংস্থা আসাম নিগমের ওই বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিল। বাসটি গুয়াহাটি থেকে বরপেটার দিকে যাচ্ছিল। পথে নলবাড়ি জেলায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বাসটি প্রচন্ড গতিতে চলছিল। আদাবাড়ি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সোজা রাস্তার পাশে একটা বড় পুকুরে পড়ে যায়।
একজন প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ বিকট শব্দ, তার পরই চিৎকার-চোঁচামেচির আওয়াজ। ছুটে গিয়ে দেখেন একটা বাস পুকুরের মধ্যে উল্টে পড়ে আছে। ভিতর থেকে যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছেন।
এ সময় আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত উদ্ধার কাজ শুরু করে। পরে পুলিশও ঘটনাস্থলে এসে তাদের সঙ্গে যোগ দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।