বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বন্দরনগরীতে নির্মাণাধীন সাংস্কৃতিক কমপ্লেক্সটি জনপ্রিয় ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চুর নামে নামকরণ করা হবে। একথা জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
গতকাল (শনিবার) শিল্পী আইয়ুব বাচ্চুর লাশ ঢাকা থেকে চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়িতে মরহুমের নানার বাড়িতে স্বজনদের মাঝে এসে পৌঁছানোর পর মেয়র সাংবাদিকদের জানান, নগরীর শহীদ মিনার এলাকায় যে সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে সেটি ব্যান্ডতারকা চট্টগ্রামের কৃতী সন্তান আইয়ুব বাচ্চুর নামে নামকরণ করার পদক্ষেপ নেয়া হবে।
মেয়র আ জ ম নাছির আরও বলেন, দেশের সঙ্গীতাঙ্গনে আইয়ুব বাচ্চুর বিশাল অবদান। তিনি চট্টগ্রামেরই অহংকার ছিলেন।
এ প্রেক্ষাপটে নির্মাণাধীন সাংস্কৃতিক কমপ্লেক্স এবং মহানগরীর একটি সড়ক আইয়ুব বাচ্চুর নামে নামকরণ করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন মেয়র। চট্টগ্রামবাসীর হারানোর শোক ও বেদনার সাথে একাত্ম হয়ে মেয়র উল্লেখ করেন, মৃত্যুর পর সবার উপলব্ধি আইয়ুব বাচ্চুর জনপ্রিয়তার শীর্ষে ছিলেন।
তিনি ছিলেন একজন সাদাসিধে অথচ অসাধারণ এক মানুষ। তাকে চট্টগ্রামবাসী শুধু নয়, দেশবাসী কখনোই ভুলবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।