Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনেতারা শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চায় -এনামুল হক শামীম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৮, ৭:১৮ পিএম

আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় বঙ্গবন্ধুকন্যা আছেন বলেই বাংলাদেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী। সামাজিক ও অর্থনীতির অগ্রগতির সুচকে প্রতিবেশি ভারত-পাকিস্তানের চেয়েও বাংলাদেশ এগিয়ে। সৌদি বাদশাহ সালমানও বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করেছেন। সৌদি বাদশাসহ বিশ্ব নেতারা চান আবারও শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হোক। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য আবার নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করুন।

আজ শুক্রবার চরআত্রায় আওয়ামী লীগ ও এনামুল হক শামীমের রত্নগর্ভা মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন।

শামীম বলেন, বিশ্বনেতা ইতিপূর্বে বলেছেন, জননেত্রী শেখ হাসিনার তার মেধা ও যোগ্যতা দিয়ে সারাবিশ্বকে নেতৃত্ব দিতে পারে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বসভায় অনন্য মর্যাদায় আসীন। এজন্য শেখ হাসিনা আজ সারা বিশ্বে প্রশংসিত। তিনি বলেন, একটি সরকারের ধারাবাহিকতা থাকলে অর্থনৈতিক উন্নতি যে কত ত্বরান্বিত হয় তিনি সেটাই বলতে চেয়েছেন। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ এত উন্নত। তিনি পদ্মা সেতু, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনাল, কর্ণফুলি ট্যানেলসহ অনেক বড় বড় প্রকল্প হাতে নিয়েছেন।

চরআত্রা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জুলফিকার তপাদারের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা ফজলুল হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজ্বী ওহাব বেপারী, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সহ-সম্পাদক সৈয়দ হেমায়েত হোসেন, জেলা পরিষদের সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, আলী আহম্মেদ কাজী, মিজানুর রহমান আলম, আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান মুন্সী রাশেদ আজগর সোহেল, খন্দকার আলী হোসেন, সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন দেওয়ান, দিপু মুন্সী, যুবলীগ নেতা স্বপন সিকদার, খালেক খালাসী, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নুর এ আলম আশিক, নড়িয়া পৌরসভার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব প্রমূখ।

পরে এনামুল হক শামীম নড়িয়া ও সখিপুরে শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সাম্প্রদায়িক সম্প্রতি বজায় থাকে। বাংলাদেশের মানুষ আর বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় দেখতে চায় না। আগুন-সন্ত্রাসী মসজিদ-মন্দিরে হামলাকারী দলকে বিএনপিকে আর ভোট দিবে না। তাই উন্নয়ন, অগ্রগতি ও সাম্প্রদায়িক সম্প্রতির প্রতিক নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে জনগণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনামুল হক শামীম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ