বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ৭৫’র ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যাকারীরা শিশু ও নারীদেরকেও সামান্যতম দয়ামায়া করেনি। বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেল তাদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল। তবুও তাদের মন গলেনি। এতে প্রমাণিত হয়েছে বঙ্গবন্ধুর হত্যাকারীরা পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুরতম খুনি।
তিনি গতকাল (বৃহস্পতিবার) নগর ভবন সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা আয়োজিত শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এতে সভাপতিত্ব করেন আজাদ খান। খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু, মোহাম্মদ গিয়াস উদ্দিন, সলিমুল্লাহ বাচ্চু, সাইফুদ্দিন খালেদ, ফারহানা জাবেদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।