Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুরগির খামার করে স্বাবলম্বী

নবাবগঞ্জ (দিনাজপুর) উপজেলা সাংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

পৃথিবীর শুরুতে মুরগি পালন ছিল একটি শখের বিষয়, কিন্তু কালের বিবর্তণে সেটি আজ ব্যবসায়ীভাবে রূপ নিয়েছে। বর্তমানে বেকারত্ব দুরীকরণসহ আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার উপায় হয়ে দাঁড়িয়েছে মুরগি পালন। বেকার যুবকেরা সামান্য অর্থ দিয়ে এই ব্যবসা শুরু করে আজ তারা বেকারত্ব ঘুচাতে অনেকটা সক্ষম হয়েছে। তারই একজন দিনাজপুরের নবাবগঞ্জের বিনোদনগর ইউনিয়নের ডাংশেরঘাট গ্রামের জিয়াউল তার এলাকায় দুই বছর আগে নিজ জমির ওপর দুটি শেডে ফার্ম করে দুই হাজার মুরগি পালন শুরু করেন। বর্তমানে তার ফার্মে আট হাজার মুরগি আছে।

মুরগি পালন ব্যাপারে জিয়াউল জানান, আমি একজন বেকার ছিলাম। কিন্তু আমার বহুদিনের প্রবল ইচ্ছা ও মনোভাব থাকায় আমি আমার নিজ জমিতে একটি ফার্ম করে মুরগি পালন শুরু করি। মুরগি পালনে আমি স্বাবলম্বী হয়েছি এবং আমার ফার্মে চারজনের কর্মসংস্থান তৈরি হয়েছে। আমার ফার্মে এ বছর শুধু ব্রয়লার, পাকিস্তানি ও সোনালি জাতের মুরগি রয়েছে। প্রতি মাসে সেখান থেকে প্রায় দুই লক্ষাধিক টাকা উপার্জন হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খামার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ