Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচ কঠোর নিরাপত্তা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ দলের সাথে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দু’টি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ২২ অক্টোবর চট্টগ্রাম আসছে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলও টাইগারদের সাথে একটি প্র্যাকটিস ম্যাচ ও একটি টেস্ট ম্যাচ খেলতে আগামী মাসে চট্টগ্রাম আসবে। এ ম্যাচগুলোতে খেলতে আসা খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার মোঃ মাহাবুবর রহমান। তিনি বলেন, ‘চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আন্তর্জাতিক মানদÐ মাথায় রেখে সকল সংস্থা ও বিভিন্ন এজেন্সীর সাথে আমরা নিরাপত্তা সমন্বয় সভা করেছি। এ সভার মাধ্যমে ম্যাচগুলোতে নিরাপত্তা দেয়ার ব্যাপারে কার কি ভূমিকা সেটা নির্ধারণ করেছি।’ তিনি যোগ করেন, ‘শাহ আমানত বিমানবন্দর থেকে খেলোয়াড়দের নিরাপত্তা দিয়ে রেডিসন বøুতে আনা হবে। সেখান থেকে মাঠে আনা-নেওয়ার জন্য থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পোশাকধারী পুলিশ, গোয়েন্দা পুলিশ, র‌্যাব, এপিবিএনসহ বিভিন্ন সংস্থা কাজ করবে।’ তিনি আরো বলেন, ‘ইমার্জেন্সিতে আমাদের কুইক রেসপন্স টিম, সোয়াত ও বোম্ব ডিসপোজাল ইউনিট থাকবে প্রস্তুত। এছাড়া আমরা ২৪ পদাতিক ডিভিসন ও বিমান বাহিনীকে অনুরোধ করেছি, জরুরী সময়ে তাদের সাপোর্ট থাকবে। থাকবে মেডিকেল সাপোর্টও।’ সিএমপি কমিশনার বলেন, ‘আমরা জানি এ বছর নির্বাচনের বছর। এ বিষয় মাথায় রেখে আরও বেশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। আশাকরি সকল সংস্থার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ম্যাচগুলোতে পূর্ণ নিরাপত্তা দিতে পারবো।’ এ সময় সিএমপির অতিরিক্ত কমিশনার কুসুম দেওয়ান ও আমেনা বেগমসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আগামী ২৪ ও ২৬ অক্টোবর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে দুইটি ওয়ানডে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া ১৮ ও ১৯ নভেম্বর বিসিবি একাদশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের দুইদিনের প্র্যাকটিস ম্যাচ ও একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৬ নভেম্বর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ