মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সোমালিয়ায় জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় কমপক্ষে ৬০ জঙ্গি নিহত হয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি এটিই আল-শাবাবের বিরুদ্ধে এ বছরের সবথেকে প্রাণঘাতী অভিযান। খবর আল-জাজিরা।
খবরে বলা হয়েছে, শুক্রবার সোমালিয়ার মুদুং প্রদেশের আল-শাবাব নিয়ন্ত্রিত হারারডেরে এলাকায় এ বিমান হামলা পরিচালনা করা হয়। মঙ্গলবার ইউএস-আফ্রিকা কমান্ড এক বিবৃতে এ অভিযানের কথা প্রকাশ করে। বিবৃতিতে দাবি করা হয়েছে, অভিযান চলাকালীন কোনো বেসামরিক নাগরিক আহত বা নিহত হয়নি। ২০১৭ সালের নভেম্বর মাসের পর এটিই আল-শাবাব জঙ্গিদের বিরুদ্ধে সবথেকে ভয়াবহ মার্কিন হামলা। গত বছরের ওই বিমান হামলায় শতাধিক জঙ্গি নিহত হয়েছিল। এ বছর যুক্তরাষ্ট্র সোমালিয়ায় আল-কায়দা সমর্থিত জঙ্গিদের বিরুদ্ধে ২৪টি বিমান হামলা পরিচালনা করেছে।
রোববার দেশটিতে আল-শাবাবের ট্রাক বোমা হামলায় ৫শতাধিক মানুষের নিহত হওয়ার এক বছর পূর্ন হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।