মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সোমালিয়ায় দু’টি পৃথক ঘটনায় আল শাবাবের ৬৫ জঙ্গিকে হত্যা করেছে দেশটিতে মোতায়েন কেনীয় বাহিনী। দু’দিনে সংঘটিত দু’টি ঘটনায় দুই কেনীয় সেনাও নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক সামরিক মুখপাত্র। সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর আফমাদৌ-এ গত শনিবার কেনিয়ার ডিফেন্স ফোর্স (কেডিএফ) আল শাবাবের ২১ বিদ্রোহী জঙ্গিকে হত্যা করে। এ সময় আল শাবাবের চোরাগোপ্তা হামলায় কেনীয় বাহিনীর দুই সেনাও নিহত হন। এক বিবৃতিতে কেডিএফের মুখপাত্র ডেভিড ওবোনিও বলেন, দুঃখজনকভাবে কেডিএফের দুই সেনা নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের সরিয়ে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। হাতে তৈরি একটি বোমার বিস্ফোরণে কেনীয় সেনাবাহিনীর এক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান, গত রোববার কেনীয় সেনারা আফমাদৌয়ের উত্তরের রাস কামবোনিতে আল শাবাবের আরো ১৩ যোদ্ধাকে হত্যা করেছে। ওবোনিও আরো বলেন, আল শাবাবের জঙ্গিরা একটি হামলার পরিকল্পনা করছে খবর পেয়ে তাদের পিছু নেয় কেডিএফের সেনারা। ঘটনার এক পর্যায়ে আল শাবাবের মাঝারি পর্যায়ের একজন কমান্ডারকে আটক ও ১৩ জঙ্গিকে হত্যা করে সেনারা। এছাড়াও দুটি ঘটনায় কেডিএফ সেনারা ২৭টি একে-৪৭ রাইফেল, পাঁচটি রকেট চালিত গ্রেনেড, একটি পিস্তল, দু’টি পিকেএম মেশিন গান ও গুলি উদ্ধার করেছে। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।