Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন দিয়েছেন হাইকোর্র্ট

ফরহাদ খাঁ দম্পতি হত্যা মামলা

স্টাফ রিপোর্টার: | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি নাজিমুজ্জামান ইয়ন ও রাজু আহমেদের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ মামলায় মোবাইল ফোনের সিমসহ আটক শফিকুল ইসলামকে ছেড়ে দেয়ার ঘটনা তদন্ত করতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এএসএম আবদুল মবিনের বেঞ্চ এ রায় দেন। নিম্ন আদালত থেকে পাঠানো ডেথ রেফারেন্স ও কারাবন্দি আসামিদের করা আপিলের ওপর শুনানি শেষে এ রায় দেয়া হয়েছে। এ মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল ও সহকারি অ্যাটর্নি জেনারেল আবুল কালাম আজাদ খান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ইয়ন ও রাজুর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী, আব্দুল মতিন খসরু এমপি, আহসান উল্লাহ ও সুব্রত সাহা।
রাজধানীর নয়াপল্টনে ভাড়া বাসায় ২০১১ সালের ২৮ জানুয়ারি নিহত হন ফরহাদ খাঁ ও তার স্ত্রী রহিমা খাতুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা মামলা

২৬ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ