Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাশোগি হত্যকান্ড তদন্তে কনস্যুলেটে যৌথ দল

সউদী বাদশার সাথে ট্রাম্প ও এরদোগানের ফোনালাপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৮, ১২:৩৭ এএম

সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ হওয়ার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সউদী বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। গতকাল ডোনাল্ড ট্রাম্প সউদী বাদশাহকে ফোন করেন। ট্রাম্পের সঙ্গে কথোপকথনে সউদী বাদশাহ দাবি করেছেন, তুরস্কে অবস্থিত সউদী কনস্যুলেটে যাওয়া জামাল খাশোগির অন্তর্ধানের বিষয়ে সউদী আরব জড়িত নয়। ট্রাম্প নিজে তার টুইটার অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি বার্তা প্রকাশ করেছেন।
টুইটার বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘সউদী আরবের বাদশাহর সঙ্গে এইমাত্র কথা বললাম। সউদী আরবের ওই নাগরিকের কী হয়েছে সে বিষয়ে তিনি জানেন না বলে জানালেন। তিনি বলেছেন, কী ঘটেছে তা জানার জন্য তারা তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। আমি খুব দ্রুতই আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে বাদশাহর সঙ্গে সাক্ষাৎ করতে পাঠাব।’
এর আগে গত রোববার সউদী বাদশাহর সাথে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের ফোনালাপ হয়েছে। টেলিফোনালাপে খাশোগির নিখোঁজ হওয়ার ব্যাপারে তদন্ত করার জন্য দু’দেশের যৌথ ওয়ার্কিং কমিটি গঠনে সম্মত হওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান সউদী বাদশাহ সালমান। আঙ্কারার সঙ্গে রিয়াদের সকল ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার ওপর জোর দেন তিনি। সউদী বাদশাহ ফোনালাপে বলেন, দুই দেশের ভাতৃপ্রতীম সম্পর্ক নষ্ট করার ক্ষমতা কারও নেই।
সউদী সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের ঘটনা তদন্তে নিয়োজিত তুর্কি কর্মকর্তারা ইস্তানবুলের সউদী কনস্যুলেটে তল্লাশি চালাবে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কনস্যুলেটে তল্লাশির চালানোর বিষয়টি বিবিসিকে নিশ্চিত করা হলেও বিস্তারিত কিছু জানানো হয়নি। তুর্কি কূটনৈতিক সূত্রগুলো বলছে, সোমবার বিকাল কিংবা সন্ধ্যায় তুকি-সউদী যৌথ তদন্ত দল কনস্যুলেটটি পরিদর্শন করবে। সউদী তদন্ত দল এজন্য কনস্যুলেটে প্রবেশ করলেও তুর্কি তদন্ত দল গতরাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে যায়নি বলে আনাদোলু এজেন্সী জানায়। সূত্র : রয়টার্স, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ