Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলজিয়ামে সিটি কাউন্সিলর নির্বাচিত হলেন দুই বাংলাদেশি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

বেলজিয়ামের স্থানীয় সরকার নির্বাচনে সিটি কাউন্সিলর পদে দুই প্রবাসী বাংলাদেশি নির্বাচিত হয়েছেন। গত রবিবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত এই সিটি কর্পোরেশন নির্বাচনে এই প্রথম একসাথে দুইজন বাংলাদেশী কাউন্সিলর হয়েছেন।
দুই বাংলাদেশি মোতাহের হোসেন রাজধানী ব্রাসেলসের ইক্সেলস কমিউনে ও শায়লা শারমিন বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম শহর বন্দরনগরী অন্তারপেনের বুর্গারহাউটে সিটি কাউন্সিলর নির্বাচিত হন। এর ফলে ইইউ’র অন্যতম সদস্য দেশ বেলজিয়ামে নতুন রেকর্ড স্থাপন করলো বাংলাদেশি বংশোদ্ভূতরা।
আলাদা আলাদা রাজনৈতিক দল থেকে মোতাহের হোসেন চৌধুরী দ্বিতীয়বারের মতো এবং মিসেস শায়লা শারমিন প্রথমবারের মতো বাঙালি নারী হিসেবে নির্বাচিত হয়েছেন। বেলজিয়ামের অন্তারপেনে জেলা পরিষদ ও মিউনিসিপ্যালিটি নির্বাচনে বিদেশী অধ্যুষিত এলাকায় ওয়ার্কার্স পার্টির মনোনয়নে জয় ছিনিয়ে আনেন শায়লা শারমীন। একই জেলার পিভিডিএ পার্টির পক্ষে লড়েন মোতাহের হোসেন চৌধুরী। তারা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
ইউরোপের এই দেশটিতে স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশিদের এমন বিজয়ে সেদেশে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে এবং এর ফলে ভবিষ্যতে অন্যান্য দেশেও বাংলাদেশীদের সাফল্যের পথ আরো প্রশস্ত হবে বলে আশা করেন প্রবাসিরা। সূত্র: ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচিত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ