নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমকে সামনে রেখে দলবদলের শেষ দিনে অনেকটা সাদা-মাটা ভাবেই এই কার্যক্রম সারলো ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল বিকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে দলবদলের আনুষ্ঠানিকতায় অংশ নিয়ে মোহামেডান স্থানীয় ও বিদেশী মিলিয়ে মোট ৩৪ ফুটবলারের নাম নিবন্ধন করায়। এদিন মোহামেডানের পাশাপাশি দলবদলের শেষ দিনে এ কার্যক্রমে অংম নেয় টিম বিজেএমসি, চট্টগ্রাম আবাহনী,রহমতগঞ্জ এমএফএস, ঢাকা আবাহনী, আরামবাগ ক্রীড়া সংঘ, শেখ জামাল ধানমন্ডি ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবও।
দলবদলে দেখা গেছে, স্থানীয় তারকা জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরী ও তকলিস আহমেদের পাশাপাশি ল্যান্ডিং ডার্বোয়ে (গাম্বিয়ান), এনকোচা কিংসলে ও সাইরিল ওরিয়াকো (নাইজেরিয়া) এবং ওরিও নাগাতা (জাপান)’র মতো ৪ বিদেশী ফুটবলারের সমন্বয়ে গড়া দলটি খুব একটা খারাপ হয়নি। শিরোপার জন্য লড়াই করার মতো মাঝারি শক্তির দলই বলা চলে এবারের মোহামেডানকে। তবে শিরোপার জন্য লড়তে সাহস পাচ্ছেনা তারা। দলবদলে এসে এমনটাই জানান মোহামেডান ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। তার কথায়,‘ এবার মোহামেডানের কোন লক্ষ্য নেই। তবে ফেডারেশন কাপের দু’একটা ম্যাচ দেখে তারপর আমরা একটা লক্ষ্য স্থির করতে পারবো।’
নবাগত বসুন্ধরা কিংসের মতো দল যদি দৃঢ়কন্ঠে বলতে পারে ‘এবার আমরা চ্যাম্পিয়ন হবার জন্যই দল গড়েছি’। সেখানে মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাব কেন পারবে না বলতে ‘আমরা চ্যাম্পিয়ন ফাইট দেব’? সংবাদ মাধ্যমের এমন প্রশ্নে ম্যানেজার বাবু’র উত্তর, ‘গতবার মোহামেডান যেমন পারফরম্যান্স করেছে সেই অনুযায়ী আমাদের লিগে দ্বিতীয় বা তৃতীয়স্থানে থাকার কথা ছিলো। কিন্তু ভাগ্যের সহায়তা পাইনি বলে আমরা কিছু জেতা ম্যাচ হেরেছি বা ড্র করেছি। চ্যাম্পিয়ন হতে যেমন শক্তিশালী দল গড়তে হয় তেমনি ভাগ্যের সহায়তাও লাগে। তাই এই মুহূর্তে জোর দিয়ে বলতে পারছি না আমরা চ্যাম্পিয়ন হবো।’
মোহামেডান অধিনায়ক জাহিদ হাসান এমিলির মতে এবারের দলটি গত মৌসুমের চেয়ে ভালো হয়েছে। তাই দলের স্থানীয়দের ফিটনেস ঠিক থাকলে এবং বিদেশীরা সময় মতো জ্বলে উঠতে পারলে নতুন মৌসুমে দু’একটি শিরোপা ঘরে তোলার সামর্থ্য রাখে সাদা কালোরা।
এমিলি বলেন, ‘গতবার দু’জন বিদেশী ছিলো। একজনের রিপ্লেসমেন্টে আরেকজন নামতে পারতো। এবার ৪ বিদেশী খেলবে। আমাদের সব স্থানীয় ফুটবলাররা উনিশ-বিশ। খুব একটা পার্থক্য নেই। চ্যাম্পিয়ন হবো সেটা বলবো না। তবে যদি দলের স্থানীয়দের ফিটনেস লেভেল ঠিক থাকে আর বিদেশীরা ভালো খেলতে পারে। তবে আমরা মৌসুমের দুয়েকটা শিরোপা জিততেও পারি।’
ম্যানেজার বাবু বলেন, ‘এবারের দলে আমাদের গত বছরের একমাত্র বিদেশী ফুটবলার কিংসলে রয়েছেন। তিনজন নতুন। এশিয়ান কোটায় আমরা জাপানী একজন ফুটবলার এনেছি। ঢাকা আবাহনী থেকে ল্যান্ডিংকে টেনেছি।’
নতুন ব্রিটিশ কোচ ক্রিস্টোফার ইভানসের অধীনে প্রায় একমাস ধরে অনুশীলন করছেন মোহামেডানের ফুটবলাররা। তবে একটিও প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি তাদের। ম্যানেজার জানান, আর দু’একদিন অনুশীলন শেষে ফিটনেস লেভেল দেখে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাদা-কালোরা। দলের ফুটবলাররা পরিশ্রম করছে। তারা নতুন মৌসুমে কিছু একটা করে দেখাতে প্রস্তুত।
মোহামেডান দল ঃ জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরী,তকলিস আহমেদ,মানিক আহসান হাবিব বিপু, মো: লিংকন, জহিরুল, মিন্টু শেখ, খোকন মিয়া, মিশু, ল্যান্ডিং ডার্বোয়ে (গাম্বিয়ান), শরিফ,রাব্বি,সোহাগ,কমল,মিঠু,সিফাত,জাভেদ,ওরিও নাগাতা (জাপান),এনকোচা কিংসলে (নাইজেরিয়া),গালিব নেওয়াজ,সরোয়ার,পাশবন,অনীক ঘোষ, আরেফিন রুবেল,সাইফ,মুন্না, সাইরিল ওরিয়াকো (নাইজেরিয়া),বাপ্পী,আল-আমীন, সালাউদ্দিন রুবেল, ফুয়াদ সাফাত, রাকিব চৌধুরী,ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।