রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল সকালে উপজেলা তৃণমূল আ.লীগের বর্ধিত অধিবেশন এ বি ছিদ্দিক টাওয়ারে অনুষ্ঠিত হয়। এমপি আলহাজ মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় পৌরসভাসহ ১১টি ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন প্রতিটি ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, পৌর কাউন্সিলরদের পক্ষে একজন, উপজেলা ছাত্রলীগের পক্ষে একজন, যুবলীগের পক্ষে একজন, স্বেচ্ছাসেবক লীগের পক্ষে একজন, উলামা লীগের পক্ষে একজন, মহিলা লীগের পক্ষে একজন, কৃষক লীগের পক্ষে একজন, সকল ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষে একজন, পৌর আ.লীগের সভাপতি, সেক্রেটারি, উপজেলা আ.লীগের যুগ্ম আহ্বায়কবৃন্দসহ সিনিয়র নেতারা।
সভায় আফজাল হোসেন বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরেন। তিনি বলেন, বাজিতপুর-নিকলীতে এই সরকারের আমলে আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। যা বিগত ৪০ বছরেও হয়নি। নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজের আহ্বান জানান। সভায় সকল নেতাকর্মী একমত পোষণ করেন। নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগের প্রতিশ্রুতি দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।