Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় তিতলি’র প্রভাব আশপাশের জেলার জনজীবন স্থবির

পাবনা থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

 ‘তিতলি’র প্রভাবে পাবনামহ এর নিকটবর্তী জেলার জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। গত শুক্রবার থেকে গুড়ি গুড়ি বৃষ্টি এবং রাতে ভারি বর্ষণ হতে থাকে। গতকাল সারাদিন ভারী বর্ষণ এবং মাঝারী আকারের ঝড়ো হাওয়া বইছিল। প্রবল বর্ষণে নদ-নদীর পানি বাড়ছে। পদ্মা ও যমুনা নদীতে পানি বেড়েছে।

পাবনার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি ২ ফুট বৃদ্ধি পেয়েছে। যমুনা নদীর মথুরা পয়েন্টে পানি বেড়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। যদিও নদী দুইটির পানি বিপদ সীমা অতিক্রম করেনি তবে বিপদ সীমার কাছ দিয়ে আবার প্রবাহিত হচ্ছে।
নদীকূলে বাঁধের বাইরে জনবসতিতে পানি প্রবেশ করেছে। এদিকে, প্রবল বৃষ্টিপাতের কারণে শহরের রাস্তা-ঘাট প্রায় জনমানব শূন্য , খুব কাজ ছাড়া কেউ বাইরে যাচ্ছেন না। সারা দিনে সূর্যের মুখ দেখা যায়নি, শীতের হাওয়া অনুভূত হচ্ছে।
জেলা দুযোর্গ ব্যবস্থাপনা দপ্তর সূত্রে জানা গেছে, দুর্যোগ মোকাবেলায় তাদের প্রস্তুতি রয়েছে। জেলার উপজেলা থেকে পিআইওরা এখনও বড় ধরনের দুর্যোগ-আশঙ্কার কথা জানাননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ