Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিতলি মোকাবেলায় মাঠ প্রশাসন প্রস্তুত ছিল : মায়া

কর্মকর্তাদের ছুটি বাতিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

 ঘুর্ণিঝড় তিতলি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছিল। ভারতে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়ছে ঘুর্ণিঝড়। বাংলাদেশের আর ভয়ের কোনো কারণ নেই। তার আগে ভোর রাতে গোপালপুরের নিকট দিয়ে ভারতের উড়িষ্যা ও অন্ধ উপকূল অতিক্রম করেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ্ কামাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান, সশস্ত্রবাহিনী বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এজাজুল বার, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ, সিপিপির পরিচালক আহমাদুল হক।

মন্ত্রী বলেন, সব জেলায় কন্টোল রুম খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। এ কাজে জড়িত সব কর্মকর্তার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ঘুর্ণিঝড় তিতলির আঘাতে ১৯টি জেলা আক্রান্তের আশঙ্কা ছিল। ভারতে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়ছে ঘুর্ণিঝড়। বাংলাদেশের আর ভয়ের কোনো কারণ নেই। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় জনগণকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে ডিসিদের বলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ৫৬ হাজার ভলান্টিয়ার প্রস্তুত রাখা হয়েছে। তারা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। মন্ত্রী বলেন, এটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত হ্যারিকেনের তীব্রতা সম্পন্ন এ ঘূর্ণিঝড় উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে (বৃহস্পতিবার) ভোর রাতে গোপালপুরের নিকট দিয়ে ভারতের উড়িষ্যা ও অন্ধ উপকূল অতিক্রম করতে শুরু করেছে। তবে এর গতি প্রকৃতি পরিবর্তন করে বাংলাদেশের দিকে আসলে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। উপকূলীয় ১৯ টি জেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ