Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চমেক হাসপাতালে নিরাপদ পানির সংস্থান করছে কেএসআরএম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

গভীর নলকূপ ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ ইস্পাত সামগ্রী নির্মাণকারী শিল্পগ্রুপ কেএসআরএম। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কেএসআরএম বিশুদ্ধ ও নিরাপদ পানির সংস্থান করছে। এরজন্য দু’টি গভীর নলকূপ ও একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে নির্মাণ কাজ বর্তমানে এগিয়ে চলেছে। চমেক হাসপাতাল এলাকায় এসব কাজে কেএসআরএমের ব্যয় হবে প্রায় ১৫ লাখ টাকা। কেএসআরএম লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত বলেন, আর্তমানবতার সেবায় আমরা সবসময় দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাসপাতাল

৪ ফেব্রুয়ারি, ২০২৩
২১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ