বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষীপুরের রামগতিতে নৌকার প্রচারণার পোস্টার ছেঁড়ার অভিযোগ ওঠেছে লক্ষীপুর-৪ আসনের বর্তমান সংসদ মো. আব্দুল্লাহর ভাতিজা বড়খেরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালে রামগতির চেউয়া খালি ব্রিজ থেকে আবু সৈয়দ মৌলবী বাজার, মুন্সিরহাট, হিয়াখালী তেহমুহনী এলাকা থেকে ব্যানার ফেস্টুন ছিঁড়া হয়। এ ঘটনায় নিন্দা জানিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক আব্দুজ্জাহের সাজু। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা নৌকায় ভোট চেয়ে সড়কের পার্শ্বে ব্যানার ও ফেস্টুন লাগানো হয়। বর্তমান সংসদ মো. আব্দুল্লাহ্ এর ভাতিজা মো. মিরাজ ব্যানারগুলো শুক্রবার সকাল থেকে নৌকার ভোট চেয়ে ব্যানার পেস্টুন কেটে ফেলছে। তবে এ বিষয়টি বর্তমান সংসদ মো. আব্দুল্লাহকে টেলিফোনে অবহিত করতে গেলে টেলিফোন রিসিভ না করার কথা জানান তিনি। এ বিষয়টি কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক আব্দুজ্জাহের সাজু থানায় অভিযোগ করেনি বলে জানিয়েছেন পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।