Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ইসলামী শাসন ছাড়া শান্তি আসবে না’

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

ইসলামী মহাজোটের চেয়ারম্যান আলহাজ মীর রেজাউল করিম বলেছেন, কোরআন সুন্নাহর আলোকে শাসন প্রতিষ্ঠা ছাড়া এদেশে শান্তি আসবে না। তিনি বলেন, বিদ্যমান রাজনৈতিক সংকট দূর করতে হলে অবশ্যই ইসলামী শাসন কায়েম করতে হবে। অন্যথায় এই রাজনৈতিক হানাহানি, সহিংসতা, সন্ত্রাস, গুম, খুন, দুর্নীতি, দমন-পিড়ন বন্ধ করা সম্ভব নয়। গতকাল রাজধানীর শান্তিনগরে সংগঠনের কার্যালয়ে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন। রেজাউল করিম বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সকলকে ইসলামী মহাজোটের ছায়াতলে আসতে হবে। দেশে ইসলামী শাসন কায়েমের জন্য সঠিকভাবে সকলকে ইসলামী তেৃত্ব নির্বাচন করতে হবে। আগামী নির্বাচনে কিশোরগঞ্জ ২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সবার প্রতি আহবান জানান। তিনি বলেন ইসলামই হল মুক্তি এবং শান্তির প্রকৃত ঠিকানা। অনুষ্ঠানে ইসলামী মহাজোটের মহাসচিব আলহাজ এডভোকেট কামাল হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ