Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বয়কট হতে পারেন নানা পাটেকার, বিকাস বাহল আর অলোক নাথ

| প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

ফেডারেশন অফ ওয়েস্টার্ন সিনে ইন্ডিয়া এমপ্লয়িজ (এফডব্লিউসিআইই) নামে চলচ্চিত্রে কর্মীদের একটি সংগঠনের পাঠানো পাঠানো কারণ দর্শাও নোটিসের যথাযথ জবাব না দিতে পারলে সংগঠনটির পাঁচ লাখ সদস্যের বয়কটের শিকার হতে পারেন যৌন হয়রানির অভিযোগে অভিযুক্তে দুই অভিনেতা নানা পাটেকার আর অলোক নাথ এবং চলচ্চিত্র নির্মাতা বিকাস বাহল। এফডব্লিউসিআইই-এর কার্যালয়ে এমন ঘোষণা দিয়েছেন এর প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত এবং কয়েকজন প্রধান কর্মী। প্রথমে চলচ্চিত্র ফেডারেশনটির তরফ থেকে তনুশ্রী দত্ত আর কঙ্গনা রানৌতের অভিযোগের পরিপ্রেক্ষিতে যথাক্রমে নানা পাটেকার আর বিকাস বাহলকে কারণ দর্শাও নোটিস পাঠানো হয়। সর্বশেষ বিন্তা নন্দা এবং সন্ধ্যা মৃদুলের যৌন হয়রানির কথা প্রকাশ পেলে অভিনেতা অলোক নাথকেও এই নোটিস পাঠানো হল। “আমরা এক ধরনের ভয়ের মানসিকতা সৃষ্টি করতে চাই যাতে কেউ তাদের অবস্থান বা ক্ষমতা ব্যবহার করে এমন কাজ করার সাহস না পায়। আমরা সব পক্ষের বক্তব্য শুনতে চাই।আমরা সময় দেব। যদি তারা সাড়া দিতে ব্যর্থ হয় তাহলে আমাদের সদস্যরা তাদের সঙ্গে কাজ করবে না,” পণ্ডিত সংবাদ মাধ্যমকে বলেন। এর আগে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড ডিরেক্টরস অ্যাসোসিয়েশন বিকাস বাহলকে কারণ দর্শাও নোটিশ পাঠায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ