রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম) আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেতে অবিচল দলের জেলা শাখার সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন। দলের মনোনয়ন পেতে তিনি নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ, সভা সমাবেশ, উঠান বৈঠক করে চলেছেন। গঠন করেছেন কেন্দ্র কমিটিও। গত ২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচনে তিনি আওয়ামী আওয়ামীলীগের মনোনয়ন পান। পরে আসনটি জাসদকে ছেড়ে দেয়ায় দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশে তিনি তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। খায়রুল বাশার মজুমদার তপন জানান, দলকে সংগঠিত করতে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করতে কাজ করে যাচ্ছি। আমি দলীয় প্রধান শেখ হাসিনার কাছে মনোনয়ন চাইবো। আশা রাখছি তিনি আমাকে মনোনয়ন দিয়ে এ আসনের মানুষের সেবা করার সুযোগ দিবেন। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে ছাগলনাইয়া-ফুলগাজী-পরশুরাম উপজেলার সাধারণ মানুষের পাশে আছি। ছাত্র রাজনীতি থেকে এখন পর্যন্ত দলকে বিশাল সময় দিয়েছি আর সে কারণেই দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে আমি শতভাগ আশা বাদী। এখানকার জনগন নৌকা প্রতীকে ভোট দেয়ায় জন্য মুখিয়ে আছে বলে তিনি উল্লেখ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।